LinkedIn Account Restriction, Ban & Recovery Full Guide
About Course
LinkedIn এখন ফ্রিল্যান্সার, এজেন্সি ও প্রফেশনালদের জন্য সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম। কিন্তু ছোট ছোট ভুলের কারণে অনেকেই হঠাৎ করেই দেখতে পান—account restrict হয়ে গেছে, বা একেবারেই permanent ban হয়ে গেছে। এর ফলে বছরের পর বছর ধরে তৈরি করা নেটওয়ার্ক, কনটেন্ট আর opportunities হারিয়ে যায় এক মুহূর্তে।
এই কোর্সে আমরা দেখাবো কিভাবে LinkedIn এর security system কাজ করে, কোন কারণে account restriction বা ban আসে, আর সেই পরিস্থিতিতে step by step কি করতে হবে। Temporary restriction এ পড়লে কিভাবে appeal করতে হয়, কিভাবে LinkedIn support এর সাথে effective communication করতে হয় এবং কীভাবে আপনার profile verify করে আবার চালু করা যায়—এসব practical guideline থাকছে কোর্সে।
যদি দুর্ভাগ্যজনকভাবে permanent ban হয়ে যায়, তখন কিভাবে smart way তে নতুন account তৈরি করবেন, কীভাবে পুরানো ভুলগুলো এড়াবেন এবং আবারো নতুন profile কে নিরাপদ ও sustainable ভাবে grow করবেন—এই কোর্সে তারও সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
শুধু restriction বা ban থেকে recovery নয়, বরং long-term এ কিভাবে আপনার LinkedIn account কে নিরাপদ রাখা যায়, প্রতিদিন কতটা activity safe, কোন automation টুলস ব্যবহার করা উচিত বা উচিত নয়, multiple accounts handle করলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে—এসব exclusive insightsও শিখবেন এখানে।
সহজ ভাষায়, real-life উদাহরণ আর tested methods দিয়ে সাজানো এই কোর্স আপনাকে LinkedIn এ panic-free journey শুরু করতে সাহায্য করবে। আর একবার শিখে নিলে আপনার account থাকবে আরও safe, stable আর growth-ready।
Course Content
Telegram Group
-
Join Telegram