Drop-Servicing Superhero

By Arif Notes Categories: Marketing
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

ড্রপ-সার্ভিসিং এখন ফ্রিল্যান্সার, এজেন্সি ও উদ্যোক্তাদের জন্য অন্যতম শক্তিশালী বিজনেস মডেল। কিন্তু সঠিক সিস্টেম, টিম ম্যানেজমেন্ট আর ক্লায়েন্ট আনার কৌশল না জানার কারণে অনেকে শুরু করেও ব্যর্থ হয়। এর ফলে সময়, টাকা আর এনার্জি নষ্ট হয় ব্যবসা দাঁড়াবার আগেই বন্ধ হয়ে যায়।

এই কোর্সে আমরা দেখাবো ড্রপ-সার্ভিসিং আসলে কীভাবে কাজ করে, কীভাবে ক্লায়েন্ট আনা যায়, আউটসোর্সিং টিম তৈরি করা যায়, আর কীভাবে সিস্টেম তৈরি করে ব্যবসাকে স্কেল করা যায়। ধাপে ধাপে দেখানো হবে কীভাবে একটি সার্ভিসকে প্যাকেজ করে অফার বানাতে হয়, কীভাবে লিড জেনারেশন করতে হয়, এবং কীভাবে প্রতিদিনের কার্যক্রমকে অটোমেশন ও SOP দিয়ে সহজ করা যায়।

যদি আপনি একেবারেই নতুন হন, তাহলেও কীভাবে শূন্য থেকে শুরু করে স্মার্ট উপায়ে একটি প্রফেশনাল ড্রপ-সার্ভিসিং এজেন্সি দাঁড় করাবেন এবং টেকসইভাবে বাড়াবেন এই কোর্সে তার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।

কোর্সে শুধু প্রাথমিক ধারণা নয়, বরং long-term growth এর জন্য কোন নিস বেছে নেওয়া উচিত, প্রাইসিং কীভাবে সেট করতে হবে, ক্লায়েন্টদের সাথে যোগাযোগের সঠিক কৌশল, আর স্কেল করার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে এসব এক্সক্লুসিভ ইনসাইটসও শেখানো হবে।

সহজ ভাষায়, real-life উদাহরণ আর tested methods দিয়ে সাজানো এই কোর্স আপনাকে ড্রপ-সার্ভিসিং জার্নি শুরু করতে সাহায্য করবে। একবার শিখে নিলে আপনি শুধু ফ্রিল্যান্সার থাকবেন না, বরং হবেন একজন সিস্টেম-ড্রিভেন Drop-Servicing Superhero যার ব্যবসা হবে safe, stable আর growth-ready।

Show More

Course Content

How to get course access?

  • How to get course access?

Drop-Servicing

Mental Foundation

Profitable Service Formula

Hiring & Outsourcing

SOP

Communication & Time Management

Client Acquisition

Automation & Scaling