ফ্রিল্যান্সিংয়ের নাম শোনেননি এমন মানুষ বোধহয় আজকালকার দিনে খুঁজে পাওয়া যাবেনা৷ রিমোটলি নিজের কনভেনিয়েন্ট টাইমে কাজ করার সুবিধা থাকায় এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকামের সুযোগ থাকায় অনেকেই এখন ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছেন৷ আমাদের সোসাইটিতে কোনো নরমাল একটা বিজনেস স্টার্ট কর‍তে মূলধন প্রয়োজন হয়। কিন্তু ফ্রিল্যান্সিং একপ্রকার বিজনেস হওয়া সত্ত্বেও এটা স্টার্ট করা কিছুটা ডিফারেন্ট কারণ এই সেক্টরে নিজের স্কিলটাই হচ্ছে মূলধন। অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা নিজের মতো করে বিজনেস সাইট বানিয়ে সেখানে ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইড করেন। কিন্তু যারা নতুন, তাদের পক্ষে কিন্তু শুরুতেই নিজের ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সিং করা পসিবল হয়না। এই সিচুয়েশনে অনলাইনের ফ্রিল্যান্সিং সাইটগুলো কিন্তু দারুণ হেল্পফুল। বর্তমানে প্রচুর ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেস রয়েছে যেগুলোর মধ্যে সবগুলো বিগিনার ফ্রেন্ডলি নয়। তাই আজকের লেখায় আমি বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো সেটা নিয়ে ডিটেইলে ডিসকাস করবো। আমি এক্সপেক্ট করছি আজকের এই ইম্পর্ট্যান্ট ডিসকাশন থেকে সবাই নতুন কিছু জানতে পারবেন। 

বিগিনারদের কী ইনিশিয়াল স্টেইজে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করা উচিৎ? 

আমি জানি এই কোশ্চেনটা এখন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। যেহেতু আজকের লেখাটা বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট নিয়ে, তাই শুরুতেই এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। 

আসলে এটা সত্যি যে, যদি নিজের ফ্রিল্যান্সিং বিজনেস থাকে, তাহলে সেখানে ক্লায়েন্টদের সার্ভিস দেয়া অনেক সহজ হয়ে যায়। কারণ নিজের বিজনেসে অনলাইন ফ্রিল্যান্সিং সাইটগুলোর মতো সার্ভিস দিতে কোন বাঁধাধরা রুলস-রেগুলেশনস ফলো করতে হয়না ; মোটকথা সেখানে ইনডিপেনডেন্স থাকে। কিন্তু একইসাথে এটাও সত্যি যে ফ্রিল্যান্সিং সেক্টরে যে একদম বিগিনার, তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিজনেস নিজে রান করানোর ক্যাপাবিলিটি থাকেনা। কারণ একে তো তিনি নতুন, যেকারণে তার কাজের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই। তাই ক্লায়েন্টরাও তাকে ট্রাস্ট করে তার থেকে সার্ভিস নেবেননা। সেকেন্ডলি শুধুমাত্র কোন একটা সেক্টরে স্কিল থাকলেই সেটাকে কাজে লাগিয়ে বিজনেস রান করানো যায়না। বরং এক্ষেত্রে প্রয়োজন এনাফ এক্সপেরিয়েন্স, মার্কেটিং স্ট্র‍্যাটেজি এবং কমিউনিকেশন স্কিল। 

বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো?

এখন নিশ্চয়ই এটুকু বুঝতে পারছেন যে বিগিনারদের জন্য ইনিশিয়াল স্টেইজে নিজের ফ্রিল্যান্সিং বিজনেস রান করানো কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং? ঠিক এই কারণেই আমি বলবো বিগিনারদেরকে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে। এতে করে তাদের নিজেদের কাজের সেক্টরে এক্সপার্টাইজ বাড়বে যা তাদের কনফিডেন্স বুস্টআপ করবে৷ পাশাপাশি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার ফলে কমিউনিকেশন স্কিল বাড়বে এবং ঠিক কিভাবে মার্কেটিং স্ট্র‍্যাটেজি বানালে ক্লায়েন্টদেরকে আকর্ষণ করতে পারবেন সেটাও তারা বুঝতে পারবেন। তাই আমি বিগিনারদেরকে সাজেস্ট করবো ইনিশিয়াল স্টেইজে অনলাইনের ফ্রিল্যান্সিং সাইটে কিছুদিন কাজ করতে। এতে করে দিনশেষে সবচেয়ে বড় বেনিফিট তারাই পাবে। 

ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার সুবিধা এবং অসুবিধা 

প্রত্যেকটা কাজেরই কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার ক্ষেত্রেও ব্যাপারটা সেইম। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক একজন বিগিনার অনলাইনের বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার সময় কী কী সুবিধা এবং অসুবিধা ফেইস করতে পারেন। 

সুবিধাঃ 

১। নিজের সেক্টরে ক্লায়েন্টরা ঠিক কেমন ধরণের সার্ভিস চাচ্ছেন সেটা বুঝতে পারা। 

২। কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করলে তাদেরকে কনভিন্স করা পসিবল সেই ব্যাপারে আইডিয়া হওয়া । 

৩। বিভিন্ন প্রজেক্টে কাজ করার ফলে এক্সপেরিয়েন্স বাড়ায় যা নিজের রেপুটেশন বাড়াতে হেল্প করে।

৪। সবচেয়ে ইম্পর্ট্যান্টলি কম সময়ে কাজ খুঁজে পাওয়া পসিবল হওয়া এবং একইসাথে ইজিলি পেমেন্ট পাওয়া। 

অসুবিধাঃ

১। ফ্রিল্যান্সিং সাইটের সবচেয়ে বড় অসুবিধা হলো এসব সাইটে রুলস রেগুলেশন ফলো করতে একটু ভুল হলেই অ্যাকাউন্ট টেম্পোরারিলি সাসপেন্ডেড অথবা পারমানেন্টলি ব্যানড হতে পারে। 

২। অনেকসময় ক্লায়েন্টরা অল্প পেমেন্টের বিনিময়ে ফ্রিল্যান্সারদেরকে বেশি কাজ করিয়ে থাকেন। এছাড়াও ফেইক ক্লায়েন্টস থাকেন যারা আসলে সার্ভিস নেয়ার কথা বলে স্ক্যাম করে। 

৩। কিছু ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার বিনিময়ে বেশি পরিমাণে ফী দিতে হয় যেটা বিগিনারদের পক্ষে এফোর্ড করা কিছুটা টাফ হয়ে যায়। 

৪। একই সেক্টরে আরো অনেক ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইড করায় কম্পিটিশন হাই থাকে যার ফলে বিগিনাররা কাজ খুঁজে পেতে স্ট্রাগল করে থাকেন। 

বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট কোনগুলোকে বলা যেতে পারে?  

বর্তমানে বাংলাদেশের অনেকে অনলাইনের বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে বেশ দাপটের সাথে কাজ করছেন। সত্যি বলতে ফ্রিল্যান্সিং সাইটের সংখ্যা অনেক। একারণে একজন বিগিনারের পক্ষে তার জন্য কোন সাইটে কাজ করা সুবিধাজনক হবে সেটা ফাইন্ড আউট করা কিন্তু বেশ টাফ। তাই এখন আমি সবাইকে আইডিয়া দেয়ার ট্রাই করবো বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো সেটা সম্পর্কে। 

১। ফাইভার 

ফ্রিল্যান্সিং সাইট কথাটা উচ্চারণ করলে সবার আগে যে সাইটের কথা মাথায় আসে, তা হলো ফাইভার। ফাইভার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেসগুলোর একটা। এখানে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ক্যাটাগরিতে ( যেমনঃ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং) গিগ ক্রিয়েট করে নিজেদের সার্ভিস সেল করে থাকেন। এখানে একজন বিগিনার লোয়েস্ট ৫ ডলার থেকে শুরু করে নিজের স্কিল অনুযায়ী ভালো পেমেন্টের কাজ খুঁজে নিতে পারেন। এই প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সাররা সাধারণত পেওনিয়ার, পেপাল কিংবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট উইথড্র করে থাকেন। 

২। আপওয়ার্ক 

ফাইভারের মতো আপওয়ার্কও বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট গুলোর একটা। আপওয়ার্ক বিগিনার এবং প্রফেশনাল দুইধরণের ফ্রিল্যান্সারদের জন্যই ভালো একটা মার্কেটপ্লেস যেখানে আওয়ারলি রেটে এবং ফিক্সড রেটে পেমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এই সাইটেও ক্লায়েন্টদেরকে নিজের এক্সপার্টাইজ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির সার্ভিস অফার করতে পারবেন। যেমনঃ এসইও, ডিজিটাল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি। তবে এখানে কাজ পেতে হলে অবশ্যই বিড কর‍তে হয়। আপওয়ার্কের একটা ভালো সাইড হচ্ছে, এই সাইটে বিগিনাররা যদি নিজেদের স্কিল একবার প্রুভ করতে পারেন, তাহলে আর পেছনে ফিরে তাকাতে হবেনা। 

৩। ফ্রিল্যান্সার ডট কম 

ফ্রিল্যান্সার ডট কম আগে এত জনপ্রিয় না হলেও যত দিন যাচ্ছে ততই এই সাইটের জনপ্রিয়তা বাড়ছে। অস্ট্রেলিয়া বেজড এই অনলাইন মার্কেটপ্লেসে একজন বিগিনার ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার সুযোগ পাবেন। এই সাইটে বর্তমানে প্রচুর কাজ পাওয়া যায়, তাই যদি একজন বিগিনার এই সাইটে ইফোর্ট দিয়ে কাজ করেন, তাহলে খুব তাড়াতাড়ি ই সার্ভিস প্রোভাইড করা স্টার্ট করতে পারবেন। এই সাইটে ফ্রিক্সড প্রাইজ রেট এবং একইসাথে আওয়ারলি রেট এ দুই ধরণের রেটেই পেমেন্ট পাওয়ার সুবিধা রয়েছে। অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মতো এই সাইটেও পেওনিয়ার, পেপাল কিংবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা উইথড্র দিতে পারবেন। 

৪। পিপল পার আওয়ার 

পিপল পার আওয়ার হচ্ছে জনপ্রিয় একটা ডুয়াল মার্কেটপ্লেস যেখানে আপনি চাইলে বিড করেও কাজ পেতে পারেন আবার একইসাথে ফিক্সড রেটেও কাজ পেতে পারেন। পিপল পার আওয়ারে ঘন্টা বা আওয়ারলি রেটে কাজ করা যায় এবং সে অনুযায়ী পেমেন্ট নেয়া যায়। যুক্তরাজ্যভিত্তিক এই অনলাইন মার্কেটপ্লেসে একজন ফ্রিল্যান্সারের দক্ষতা এবং স্কিলকে অনেক বেশি ভ্যালু দেয়া হয়। একারণে এই সাইটে প্রত্যেকটা কাজের জন্য রেটও কম্প্যারেটিভলি অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি। এখানে একজন ফ্রিল্যান্সার ক্লায়েন্টদেরকে সোশাল মিডিয়াবেজড সার্ভিস, এসইও, রাইটিং সার্ভিস, ডেটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ইত্যাদি রিলেটেড সার্ভিস অফার করতে পারেন । 

মূলত এই সাইটগুলোকেই আমি বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট বলবো। তবে এ সাইটগুলোতে কাজ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমনঃ সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সাইটের রুলস রেগুলেশন ফলো করা, ডেডলাইনের মধ্যে ক্লায়েন্টকে সার্ভিস ডেলিভারি দেয়া, একই ডিভাইস থেকে একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা ইত্যাদি। 

এক্ষেত্রে আমি বিগিনারদেরকে আরেকটা সাজেশন দিতে চাই। সেটা হলো কখনোই সবগুলো ফ্রিল্যান্সিং সাইটে একসাথে কাজ করা উচিৎ নয়। কারণ এই ফ্রিল্যান্সিং সাইটগুলো সাধারণত ফ্রিল্যান্সারদেরকে তাদের স্কিল এবং সার্ভিস প্রোভাইড করার কোয়ালিটিওয়াইজ র‍্যাংকিং করে থাকে। যা ফ্রিল্যান্সারদের বেশি বেশি কাজ পাওয়ার পারসেন্টেজ বাড়িয়ে তোলে। তাই যদি আপনি একসাথে তিন চারটা সাইটে টাইম দিতে যান, তাহলে দেখবেন কোনো সাইটেই নিজের রেপুটেশন বাড়াতে পারবেননা। ফলে একূল অকূল দুই কূলই যাবে। তাই সবসময় ট্রাই করবেন যেকোন একটা বা দুইটা ফ্রিল্যান্সিং সাইটে বেশি সময় ও ইফোর্ট দিয়ে নিজের রেপুটেশন বাড়ানোর। 

এটুকুই ছিলো বিগিনারদের জন্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আজকের আলোচনা। তবে লাস্টে আমি সব বিগিনারকে একটা কথা বলতে চাই, সেটা হলো কখনোই লং-টার্মের জন্য এসব সাইটে কাজ করার মাইন্ডসেট রাখবেননা। মনে রাখবেন, আপনার আল্টিমেট গোল হচ্ছে নিজের ফ্রিল্যান্সিং বিজনেস এস্টাবলিশ করা, আর সেটার জন্যই এক্সপেরিয়েন্স গেইন করতে এবং নিজের স্কিল বাড়াতেই এসব অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন। তাই কিছু সময় এসব মার্কেটপ্লেসে কাজ করুন, তারপর নিজের বিজনেস ডেভেলপ করার দিকে কনসেনট্রেট করুন। কারণ দিনশেষে নিজেরমতো স্বাধীনভাবে কাজ করার মজাই আলাদা, তাইনা?

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন: